• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:৩৩ পিএম
যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার

ঢাকা : আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরই মধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে।

এ সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন, তাদের অন্যতম  হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর তর সইছে না। প্রেমিককে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না।

সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন— ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামে একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এ সিনেমাতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এ সিনেমায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!