• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় মানুষের কারণে স্বামী-স্ত্রীর গভীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়: ববিতা


বিনোদন ডেস্ক অক্টোবর ৩, ২০২২, ০২:২৬ পিএম
তৃতীয় মানুষের কারণে স্বামী-স্ত্রীর গভীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়: ববিতা

ঢাকা : ‘স্বামী-স্ত্রীর সম্পর্কটাই একটা অন্যরকম সম্পর্ক। বেহেশতে যখন আদম (আঃ) একা ছিলেন, তাঁর সঙ্গ দরকার ছিল। একা একা তিনি বোর হচ্ছিলেন। তাই তখন রহমানুর রাহীম তাকে মা, বাবা, ভাই, বোন দেননি! দিয়েছিলেন একজন স্ত্রী। এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এতটাই ইম্পোর্টেন্স ছিল তাদের এই সম্পর্কটায়।’

‘দুনিয়াতে আসার আগে প্রতিটা রুহু থাকে সেপারেটেড এবং দুনিয়াতে এসে একজনের সাথে আরেকজনের সম্পর্ক স্থাপন হয়। কিন্তু সেই স্বামী এবং স্ত্রীর সম্পর্কই সবচেয়ে গভীর; এমনকি তারা তাকালেও সওয়াব, হাসলেও সওয়াব, খাইয়ে দিলেও, ঘুরতে নিয়ে গেলেও সওয়াব। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!’

‘শয়তান সবচেয়ে খুশি হয় যখন স্বামী-স্ত্রীর মধ্যে ভেজাল লাগে। আর আল্লাহ খুশি হন মিল থাকলে। আল্লাহ বলেছেন, ‘স্বামী-স্ত্রী উভয় উভয়ের পোশাক স্বরূপ।’ এরকম গভীর মন্তব্য আর কোনো সম্পর্কে নেই। এতটা গভীর, এতটা সুন্দর একটা সম্পর্ক।’

যদি নবীজীর কথাগুলো মানেন তাহলে দেখবেন সফল দাম্পত্য কী? কতটা হক আদায় করা হয়েছে, কখনো কোথাও বঞ্চিত্বের ছাপ নেই! কিন্তু আমাদের দেশে বলি আর যে কোনো দেশেই বলি, এই গভীর এবং মজবুত সম্পর্কটা তৃতীয় কোনো সম্পর্কের মানুষের কারণে নষ্ট হয়ে যায়!’

‘আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আর সকল দম্পতিদের উভয়ের নিকট একে অপরকে চক্ষুশীতলকারী বানিয়ে দিক। হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুক। আমিন।’

কিংবদন্তি অভিনেত্রী ববিতার ফেসবুক থেকে নেওয়া

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!