• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার গান লিখলেন নরেন্দ্র মোদি


বিনোদন ডেস্ক জুন ১৭, ২০২৩, ০৭:৫০ পিএম
এবার গান লিখলেন নরেন্দ্র মোদি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার গীতিকারের ভূমিকায়। বিশ্ব ক্ষুধা দূরীকরণে বাজরার গুণ ও এর উপকারিতা নিয়ে লিখলেন গানের কথা। আর সেটি কণ্ঠে তুলেছেন গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয়-আমেরিকান গায়িকা ফালু।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে মনোনীত করা হয়েছে। সেই উপলক্ষ্যেই এই গান বাঁধা হয়েছে। শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে এই গান।

মোদি প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তার জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তার নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যেকোনো শিল্পীর জন্য এটা একটা বড়  সুযোগ।’

গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি।

২০০৭ সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনীর নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!