• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাহিয়া মাহি

শাকিব ভাইয়ের মেকআপ আর্টিস্টকে অস্কার দেওয়া উচিত


বিনোদন প্রতিবেদক জুলাই ১০, ২০২৩, ০১:৫১ পিএম
শাকিব ভাইয়ের মেকআপ আর্টিস্টকে অস্কার দেওয়া উচিত

ঢাকা : সিনেমা থেকে এখন খানিকটা দূরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এরমধ্যে ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখতে এসে তিনি প্রশংসা করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে।

রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহি বলেন, শাকিব ভাইয়ের এই মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ। আমি বলব- যিনি এই মেকআপ করেছেন তাকে অস্কার দেওয়া উচিত। বাংলাদেশে এমন গেটআপ আগে দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। সবকিছু মিলিয়ে শাকিব ভাই বেস্ট।

সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুড়ঙ্গ’ দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।’

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!