• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যার কারণে অন্তঃসত্ত্বা তাকে সামনে আনলেন ইলিয়ানা


বিনোদন ডেস্ক জুলাই ১৭, ২০২৩, ০৬:৩০ পিএম
যার কারণে অন্তঃসত্ত্বা তাকে সামনে আনলেন ইলিয়ানা

ঢাকা: হঠাৎ করেই গত এপ্রিলে প্রেগন্যান্সির খবর দিয়ে ভক্ত ও অনুরাগীদের একেবারে চমকে দিয়েছেন অবিবাহিত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে অনাগত সন্তানের বাবার পরিচয় তাৎক্ষণিক জানাননি এই অভিনেত্রী।

এবার মাস তিনেক পর প্রেমিককে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। সোমবার (১৭ জুলাই) ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন।

অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই জানাননি ইলিয়ানা। এমনকি তার নামও জানাননি এই তারকা।

ছবিতে যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন।

ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। ইলিয়ানা অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!