• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ে নিয়ে মিয়া খলিফার পরামর্শ


বিনোদন ডেস্ক আগস্ট ৫, ২০২৩, ০৩:২৪ পিএম
বিয়ে নিয়ে মিয়া খলিফার পরামর্শ

ঢাকা : নীল সিনেমার জগত থেকে বেরিয়ে এখনো প্রায় আলোচনায় থাকেন মিয়া খলিফা। সাবেক নীল ছবির এই তারকা এবার বিয়ের বিষয়ে নারী ভক্তদের দিয়েছেন পরামর্শ। যার ফলে সামাজিকমাধ্যমে কটাক্ষের মুখে পড়ছেন এ তারকা।

দুবার বিয়ে করা ছাড়াও আরও তিনবার করেছেন বাগদান। কিন্তু কোনোটাই ধরে রাখতে পারেননি তিনি। এবার নিজের টিকটক অ্যাকাউন্টে প্রায় এক মিনিটের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। যেখানে বিয়ে নিয়ে মেয়েদের কিছু পরামর্শ দিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘মেয়েরা তোমরা জানো না, এ খেলায় আমি টম ব্র্যাডি। প্রথম বিয়ে করেছি ১৮ বছর বয়সে, ২১ বছর বয়সে ছেড়েছি। দ্বিতীয় বিয়ে ২৫ বছর বয়সে করেছি ২৮ এ ছেড়েছি। তৃতীয়বার বাগদান সেরেছি ২৯ বছর বয়সে এর পর ৩০ বছর বয়সে সেটি ভেঙে দিয়েছি। কিন্তু আমি আংটিটি নিজের কাছে রেখে দিয়েছি এবং টম ব্র্যাডিকে আমার পায়ের আঙুলে রাখি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই পুরুষদের ছেড়ে যেতে ভয় পাওয়া উচিত নয়। আমরা এই লোকদের সঙ্গে আটকে নেই।’

মিয়া বলেন, ‘বিয়ে কোনো পবিত্র বিষয় নয়, বরং এটি একটি কাগজের কাজ। এটি এমন একটি প্রতিশ্রুতি, যা আপনি কাউকে দেন। কিন্তু যদি মনে করেন সেই প্রতিশ্রুতি থেকে আপনি কিছু পাচ্ছেন না এবং বেরিয়ে আসতে চাচ্ছেন, তা হলে আপনার বেরিয়ে আসা উচিত।’

যদিও তিনি মনে করেন, কাগজের এসব কাজ সারতে অনেক ঝামেলা পোহাতে হয়। তার পরও বিয়ে ভেঙে বেরিয়ে আসা উচিত।

শেষে প্রশ্ন রেখে মিয়া খলিফা বলেন, ‘আপনি কি কারও সঙ্গে দীর্ঘকাল আটকে থাকতে চান?’

সাবেক এই নীল ছবির তারকার মুখে বিয়ে নিয়ে কথাবার্তা শুনে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে সতর্ক বাণী দিয়ে একজন লেখেন, ‘কোনো পর্নোতারকার কাছ থেকে বিয়ের পরামর্শ নিও না।’ আরেকজন তিরস্কারের সুরে লেখেন, ‘বিয়ে নিয়ে তার ভাবনা শুনতে আমরা অধীর অপেক্ষায় আছি।’ কারও কথায়, ‘মিয়া খলিফার মুখে বিয়ের কথা অনেকটা কসাই কর্তৃক নিরামিষভোজীকে পরামর্শ দেওয়ার মতো।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!