• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতালে আরিফিন শুভ, বিকেলে অস্ত্রোপচার


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৩, ০৩:১৭ পিএম
হাসপাতালে আরিফিন শুভ, বিকেলে অস্ত্রোপচার

ঢাকা : দেশের ১৬১ প্রেক্ষাগৃহে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির কেন্দ্রীয় অর্থাৎ মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, দর্শকমহলে প্রশংসাও কুড়াচ্ছেন। সিনেমাটি মুক্তির পর রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনেও গিয়েছেন।

এরমধ্যে জানা গেল, হাসপাতালে ভর্তি হয়েছেন নায়ক। অনেকদিন ধরেই পলিপাস সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু মাস কয়েক ধরে সেটা জটিল আকার ধারণ করেছে। অস্ত্রোপচার করাবেন আজই।

এক ফেসবুক স্ট্যাটাসে মঙ্গলবার দুপুরে আরিফিন শুভ লেখেন, ‘বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেনা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

শুক্রবার (১৩ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পায় ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

সিনেমাটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

এমটিআই

Wordbridge School
Link copied!