• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজিন তিশা


বিনোদন ডেস্ক নভেম্বর ১৬, ২০২৩, ০৫:৪৬ পিএম
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা।

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সৌন্দর্য-অভিনয়ে বিনোদন জগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। তবে ব্যক্তি জীবন নিয়েও বারবার আলোচনায় এসেছেন এই গ্ল্যামারকন্যা। এরপরও থেমে থাকেননি। সবকিছুকে পেছনে ফেলে পুরোদমে কাজ করে যাচ্ছেন।

নতুন করে ফের আলোচনায় এসেছেন তিশা। কারণ বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে নিজেই নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিশা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজারবাগে নিজ বাসা থেকে অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে।

রওনক হাসান বলেন, তিনি (তানজিন তিশা) এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠ ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!