• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৪২ পিএম
‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী

ঢাকা : ব্যক্তিজীবনের আলোচনার মধ্যে নতুন সংবাদ দিলেন শবনম বুবলী। যুক্ত হয়েছেন নতুন ছবিতে। নাম ‘পুলসিরাত’।

শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।

সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। এর কাহিনি-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান। ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘পুলসিরাত’ একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। তারা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগিরই প্রস্তুতি নেব।

এদিকে বুবলীর হাতে আছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি ছবি। ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার কাজে। ছবিটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। এ ছবিতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।

এমটিআই

Wordbridge School
Link copied!