• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ধ্রুব মিউজিক স্টেশনের পথচলার আট বছর


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৩:০৪ পিএম
ধ্রুব মিউজিক স্টেশনের পথচলার আট বছর

ঢাকা: দেখতে দেখতে সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করল দেশের আলোচিত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা গান বিশ্বদরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্ন আরও বেশি। ঝলমলে করতে যাত্রা হয় প্রতিষ্ঠানটির। মিউজিক স্টেশন শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করছে মানসম্পন্ন গান। ক্রমাগত সেসব গান পৌঁছে গেছে দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে।

আর প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। সেই সঙ্গে সবার আস্থা ও ভালোবাসা নিয়ে প্রসারিত করতে থাকে নিজেদের সাংস্কৃতিক বলয়।

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ ডিএমএসের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী,প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়াসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিগত দিনগুলোয় স্বতঃস্ফূর্তভাবে বাংলা সংগীতের উৎকর্ষসাধনে যেভাবে কাজ করে চলেছে ধ্রুব মিউজিক স্টেশন, আগামী দিনগুলোয়ও সে ধারা অব্যাহত থাকবে।'

আসছে রোজার ঈদেও বর্ণিল আয়োজনে হাজির হবে ধ্রুব মিউজিক স্টেশন। বৈচিত্র্যময় গানগুলোয় থাকবে বড় তারকাদের উপস্থিতি।

এআর

Wordbridge School
Link copied!