• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাবা হতে পারিনি কিন্তু আমার স্ত্রী আদর্শ জীবনসঙ্গী: শুভাশিস


বিনোদন ডেস্ক মার্চ ২৬, ২০২৪, ০৪:০৬ পিএম
বাবা হতে পারিনি কিন্তু আমার স্ত্রী আদর্শ জীবনসঙ্গী: শুভাশিস

ঢাকা : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখার্জি। কমেডিয়ান হিসেবে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় জিতেছেন তিনি। তবে বাস্তব জীবনে রঙিন দুনিয়ার এই মানুষটার মনেই রয়েছে একরাশ বিষণ্নতা।

২৫ মার্চের দোলের দিন আজ। এই দিনটার জন্যই যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন শুভাশিস মুখোপাধ্যায়। কারণ তার স্ত্রী নাট্য় ব্যক্তিত্ব ঈশিতা।

আবারও ৫৯৫ টাকা মাংস, খলিলের দোকানে লম্বা লাইনআবারও ৫৯৫ টাকা মাংস, খলিলের দোকানে লম্বা লাইন
৩৮ বছর আগের ১৯৯৬ সালে ভালোবেসে ঈশিতাকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। আলাপ, প্রেম, বিয়ে, সবমিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক তাদের। সম্প্রতি বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন শুভাশিস।

ঈশিতার সঙ্গে অভিনেতার আলাপ হয়েছিল নাটক করতে গিয়ে। বহু বছর বিয়ে হয়েছে তাদের। তবে তাতে প্রেম এখনও বিন্দুমাত্র কমেনি। বসন্ উৎসবে শান্তিনিকেতন যাওয়া নিয়ে শুভাশিস বাবু বলেন, ‘আমি একা আসিনি, তিনি থাকতে একা আসব কেন!তাঁকে ছাড়া কি চলা যায়?’ 

তবে এত সুন্দর একটা সম্পর্কে অল্প হলেও যেন রয়ে গিয়েছে বিষণ্ণতা। শুভশিস-ঈশিতা নিঃসন্তান। শুভাশিস মুখার্জি বলেন, আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী হয়েছে! এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দিব্যি আছি আমি আর আমার স্ত্রী।

দোল উপলক্ষ্য়ে ঈশিতার সঙ্গে প্রেমের স্মৃতি ভাগ করে নিলেন শুভাশিস মুখোপাধ্যায়। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘ওর মতো মেয়ে হয় না। আমি ভাগ্যবান।’ 

এমটিআই

Wordbridge School
Link copied!