• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রথমবার ওয়েব সিরিজে জয়া


বিনোদন ডেস্ক মার্চ ২৭, ২০২৪, ১০:১৪ এএম
প্রথমবার ওয়েব সিরিজে জয়া

ঢাকা : প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’। এটি নির্মাণ করবেন আশফাক নিপুণ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি।

গল্পে দেখা যাবে, সরকারী নিম্নপদস্থ কর্মচারী একজন নারী ১০ বছর ধরে কোনো প্রমোশন পায়না। স্বামী স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙখী নারীটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অংকের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে নারীটি।

খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে এতে জয়া আহসান ছাড়া আর কে রয়েছেন তা এখনও জানা যায়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!