• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে অপি করিম


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৪, ০৩:০৩ পিএম
বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে অপি করিম

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান স্থাপত্যের সাবেক শিক্ষার্থী অপি করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এমনটাই জানালেন অভিনেত্রী। বললেন, আমি ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। এর বেশি কিছু বলবো না। এর বাইরে আমার বলারও কিছু নেই।

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল। এই ইস্যুতে ছাত্রছাত্রীদের মাঝে তৈরি হয়েছে পক্ষে-বিপক্ষে মত। একদল চাইছে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালিয়ে নিতে, আরেক দল ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। এমন অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অপি করিম লিখেছেন, ‌‘বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এলামনাই হিসেবে, আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।’

হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট’।

এমটিআই

Wordbridge School
Link copied!