• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুত্র সন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই


বিনোদন প্রতিবেদক জুলাই ১১, ২০২৪, ০১:৫৬ পিএম
পুত্র সন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

ঢাকা : পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা হাবু ভাই। তার আসল নাম চাষী আলম। আজ ভোর রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। বিষয়টি চাষী আলম নিজেদি নিশ্চিত করেছেন।

এদিকে ছড়িয়ে পড়েছিল কন্যা সন্তানের পিতা হয়েছেন চাষী। এ নিয়ে ঢাকা মেইলকে অভিনেতা বলেন, ‘কেউ কেউ বলছেন, কন্যা সন্তানের বাবা হয়েছি। বিষয়টি ভুল। ’

এ সময় সবার কাছে দোয়া চেয়ে চাষী বলেন, ‘আমি পুত্র সন্তানের বাবা হয়েছি আমি। মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

চাষী আলম গত বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন । গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তার বিয়ের আসর। পারিবারিকভাবে বিয়ে করছেন উল্লেখ করে সে সময় চাষী বলেছিলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’

চাষী আলমের বিয়ের খবর শুনে তার সহকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার গায়ে হলুদের ছবি প্রকাশ করে জানিয়েছিলেন শুভেচ্ছা। নির্মাতা কাজল আরেফীন অমি লিখেছিলেন, আমাদের হাবু ভাইয়ের বিয়ে। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।

ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক নাটক ও ওয়েবফিল্ম।  

এমটিআই

Wordbridge School
Link copied!