• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পেজে সরকার বিরোধী পোস্ট, ডিবি অফিসে মারজুক রাসেল


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৪, ০৫:১৪ পিএম
পেজে সরকার বিরোধী পোস্ট, ডিবি অফিসে মারজুক রাসেল

ঢাকা: জনপ্রিয় অভিনেতা ও গীতিকার মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং তা ভাইরালও হয়েছে। সরকার নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে ওই পেজটি থেকে। পোস্টগুলোতে হাজার হাজার লাইক ও কমেন্ট পড়েছে এবং শেয়ারও হয়েছে হাজার হাজার। 

সাধারণ মানুষের ধারণা মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এমটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। 

বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার (২৮ জুলাই) রাজধানীর ডিবি কার্যালয়ে আসেন অভিনেতা মারজুকর রাসেল।  

এ সময় গণমাধ্যমের সামনে অভিনেতা বলেন, আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়,আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।

এ সময় মারজুক রাসেল আরও জানান, তার নামে ফেসবুকে কয়েকশ’ ফেইক পেইজ চালু রয়েছে। সেসব থেকে নানা উস্কানীমূলক পোস্ট করা হচ্ছে। তিনি এসবের বিহিত চান। তাই ডিবি অফিসে এসেছেন। 

আইএ

Wordbridge School
Link copied!