• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসছে খুদে সদস্য, সোনাক্ষীকে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা!


বিনোদন ডেস্ক অক্টোবর ২৯, ২০২৪, ১১:৫৭ এএম
আসছে খুদে সদস্য, সোনাক্ষীকে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা!

ঢাকা: মাত্র চার মাস আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী ও জাহির ইকবালের। আইনিভাবে বিয়ে সেরেছেন তারা।  বিয়ের কয়েক মাস না কাটতেই জোর গুঞ্জন, সন্তানসম্ভবা সোনাক্ষী। সম্প্রতি এই জুটির নতুন কিছু ছবিতে সেই ইঙ্গিতই মিলেছে। 

সম্প্রতি সোনাক্ষীর বেটার হাফ জাহির যে ছবি পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের ধারণা, অভিনেত্রী নাকি গর্ভবতী।

গত রোববার সোনাক্ষী ও জাহির একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও তারা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জাহির ইকবালকে দেখা যায় নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়।

তবে ছবি তুলতে গিয়ে তারা যেভাবে পোজ দিয়েছেন সেখানেই সোনাক্ষীর বেবিবাম্প দেখতে পেয়েছেন নেটিজেনরা। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকে তো সেই পোস্টে তারকা দম্পতিকে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।

সোনাক্ষী এবং জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে এক ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘শিগগিরই খুদে সদস্য আসছে মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী অবস্থায় কী দেখাচ্ছে সোনাক্ষী সিনহাকে।’ কেউ আবার লেখেন, ‘নজর না লাগুক, ভালো থাকুন।’
 

Wordbridge School
Link copied!