• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা টিকটক তারকার


নিউজ ডেস্ক অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৩৫ পিএম
সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা টিকটক তারকার

ঢাকা: সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি একটি বিতর্কের পর তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। 

সম্প্রতি তার একটি অশ্লীল ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় তিনি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এর ফলে শুরু হয় ব্যাপক ট্রোলিং ও সাইবার বুলিং। 

ফাঁস হওয়া ভিডিওতে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এছাড়াও, তার আরও কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে এ টিকটক তারকা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

ওই বিতর্ককে ঘিরে রীতিমত অনলাইন হয়রানির মুখোমুখি হতে হয় তাকে।

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগপূর্ণ বার্তায় তিনি তার অনুসারীদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মিনাহিল জানান, সোশ্যাল মিডিয়ার চাপ তার জন্য সহজভাবে বাঁচার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

টিকটক তারকার এই আবেগপূর্ণ বার্তায় অনলাইন খ্যাতির সঙ্গে যুক্ত চ্যালেঞ্জ ও তিক্ততার বিষয়টিও উঠে এসেছে। 

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমি অনেক চাপে ছিলাম এবং অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া আরও এক পোস্টে মিনাহিল উল্লেখ করেন, ‘আমার জন্য এটা সহজ ছিল না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি। বিদায় বলাটা আসলে কঠিন। কোনো ঝগড়া নয়, ভালোবাসা ছড়ান। আমি চলে যাচ্ছি। আপনাদের মিস করব। ভালোবাসি সবাইকে। সাবধানে থাকুন’।

যদিও কিছু অনুরাগী তার এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন।

তবে, তিনি আবার ঠিক কবে নাগাদ সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন, তা এখনো স্পষ্ট নয়।  

উল্লেখ্য, ইনস্টাগ্রামে মিনাহিল মালিকের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লাখ। 

সূত্র: জিও নিউজ

আইএ

Wordbridge School
Link copied!