• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৃগী রোগে ভুগছেন অভিনেত্রী ফাতিমা সানা


বিনোদন ডেস্ক নভেম্বর ৮, ২০২৪, ০৩:১৪ পিএম
মৃগী রোগে ভুগছেন অভিনেত্রী ফাতিমা সানা

ঢাকা: আমির খানের 'দঙ্গল কন্যা' খ্যাত ফাতিমা সানা শেখ মৃগী রোগে ভুগছেন। ফাতিমা জানিয়েছেন, এই রোগের বিষয়ে শুরুতে কাউকে বলেননি। তবে এবার মুখ খুলেছেন। এই অসুখ নিয়ে কি কী সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে, তা জানালেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ফাতিমা বলেছেন, ‘দঙ্গল-এর শ্যুটিংয়ের সময় আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। আমি এটাকে কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এমন স্নায়বিক ব্যাধি রয়েছে। যে কারণে আমি ওষুধও খাইনি।’

ফাতিমা বলেন, ‘খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কিনা এই রোগের অন্যতম একটা লক্ষণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, লোকেরা মনে করে আপনি হয়ত মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন, অথবা ভোগ করছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’

ফতিমা আরও বলেন, ‘বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবিলা করতে হয়, সেকথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে।’ 

মৃগী রোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করেন। কথা প্রসঙ্গে নিজের কথা টেনে ফতিমা বলেন, ‘যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশিই খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক। আমি ওষুধ খেতেই চাইনি। আমি শুধু লোকজনের সঙ্গেই যুদ্ধ করছিলাম না, ওষুধের সঙ্গেও যুদ্ধ করেছি। আমি ভেবেছিলাম স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার এগুলির দরকার নেই।’

ইউআর

Wordbridge School
Link copied!