• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
ইয়াশ প্রসঙ্গে তটিনী

দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৪, ০৫:৪৮ পিএম
দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে

ঢাকা : ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দুজনের একের পর এক নাটক দর্শকদের নজর কেড়েছে। তবে অভিনয়ের বাইরে এই জুটির ব্যক্তিজীবন ঘিরেও ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে।

ইয়াশ ও তটিনীর সম্পর্কের বিষয়টি নেটিজেনদের নজরে ছিল অনেক আগে থেকেই। ফেসবুকে তাদের দুজনের চলাফেরা মিলে যেত! যদিও বিষয়টি নিয়ে ভাবেন না ইয়াশ-তটিনীর কেউই। গুঞ্জন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন তাদের অনুরাগীরা।

তটিনী জানিয়েছিলেন, ইয়াশের সঙ্গে নাটকের সূত্রেই এই বন্ধুত্ব! বিভিন্ন সময়েই তারা দুজনে মেতে উঠেন খুনসুটিতে। ফেসবুকে একইরকমের ছবি পোস্ট করেন, সঙ্গে ক্যাপশনও থাকে একই, যা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলায় নেটিজেনরা। কিছুদিন আগেই একটি ছবি শেয়ার করেন ইয়াশ রোহান। ছবিতে দেখা যায়, এক করিডোরে মুখোমুখি দাঁড়ানো ইয়াশ ও তটিনী। দুজনের হাতেই ফোন, তবে ইয়াশের নজর ছিল ফোনের দিকেই, আর তটিনীর নজর ছিল ইয়াশের দিকে। 

ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড টু তানজিম সাইয়ারা-টটস’। একই ছবি নিজের প্রোফাইল থেকেও শেয়ার দেন তটিনী। সেখানে ইয়াশকে জুড়ে দিয়ে তটিনী লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড ইয়াশ রোহান’।

এই জুটি এখন কক্সবাজারে মহিদুল মহিমের একটি নাটকের শুটিং করছেন। আসছে ভালোবাসা দিবসেও তাদের দেখা যাবে একাধিক নাটকে।

এবার নিজের সহশিল্পীর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন তটিনী। ইয়াশের সঙ্গে পর্দা শেয়ার করা নিয়ে সহশিল্পীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তিনি। তটিনী বলেন, আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছেন। আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেদিক থেকে আমরা দুজনে আসলেই অনেক সৌভাগ্যবান।

তিনি আরও বলেন, সহশিল্পীর পাশাপাশি ইয়াশ ভাই আমার খুব ভালো বন্ধুও। কিন্তু আমি এটিও কখনো ভুলি না যে, তিনি আমার সিনিয়র। তাকে সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দিই আমি। তার উৎসাহী ব্যক্তিত্বে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!