• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি’


বিনোদন ডেস্ক: নভেম্বর ১১, ২০২৪, ০৭:০৭ পিএম
‘হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি’

ঢাকা: বরাবরই স্পষ্ট কথায় জুড়ি মেলা ভার ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। কোনো বিতর্কেই কখনো কান দেননি তিনি। এগিয়ে চলেছেন নিজের ছকে।

শ্রীলেখার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। প্রেম প্রসঙ্গেও বহুবার নাম জড়িয়েছে তার। সোমবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি। রক্ষে করো রগুবীর।'

কিন্তু কারও সঙ্গে প্রেম করতে গিয়ে মন ভেঙেছে কি না, এমন প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, 'একটা প্রেম এসেছিল ঠিকই। পরিচিতদের মধ্যে কেউ নন। হঠাৎই উড়ে এসে জুড়ে বসার মতো করে প্রেম এসেছিল। বহুদিন পর ভালোবাসার স্বাদ পেয়ে বেশ চনমনে হয়ে উঠেছিলাম। কিন্তু এক ধাপ আগাতেই দুজনের মত আর মিলল না। তাই সিদ্ধান্ত নিলাম সম্পর্কটি আর না আগানোর।'

শ্রীলেখার কথায়, 'প্রেম ভাঙার দুঃখে খুব কান্নাকাটি করেছিলাম কয়দিন। আমার বাড়িতে পরিচারিকা মাসিও আমার কষ্ট দেখে খুব দুঃখ পেয়েছেন। তারপর নিজেকে বোঝালাম, এইভাবে চলবে না। এগিয়ে যেতে হবেই। তবে ঠিক করেছি, জীবনের সব ধরনের অভিজ্ঞতা দিয়েই কিছু তৈরি করব। সব অভিজ্ঞতাই গল্পের আকারে ধরা থাকলে নিজেরও ভাল লাগবে। আপাতত প্রেম ভুলে কাজে মন দিয়েছি।'

সূত্র : আজকাল

আইএ

Wordbridge School
Link copied!