• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানি অভিনেত্রী মিশি খানের ৩৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ১১:৪৬ এএম
পাকিস্তানি অভিনেত্রী মিশি খানের ৩৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঢাকা: পাকিস্তানি টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মিশি খান। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এই অভিনেত্রী টেলিভিশনে লাইভ শো চলাকালে সোফায় বসে সেলফি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সেলফি তোলার সময় ভারসাম্য হারিয়ে সেখান থেকে পড়ে যান। এ সময় তার মোবাইল ফোনও হাত থেকে পড়ে যায়।

অভিনেত্রী মেঝেতে পড়ে যাওয়ার পর তাকে একজন কর্মী তোলার জন্য কাছে ছুটে যান। আর নিজেকে ঠিক করে নিয়ে মিশি খান কর্মীদের বলেন, আমাকে হেল্প করার জন্য তাড়াহুড়ো করবেন না।

এদিকে তার সোফা থেকে পড়ে যাওয়ার ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটিজেনদের। তারা প্রিয় অভিনেত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ আবার তার পড়ে যাওয়া নিয়ে রসিকতাও করেছেন।

প্রসঙ্গত, মিশি খান একজন পাকিস্তানি টেলিভিশন উপস্থাপক এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। পিটিভির নাটক ‘আরোসা’তে উরুসা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক।

এ ছাড়াও পিটিভির অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি; যা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছে। আবার মাহিয়া নামে একটি গানেও কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী।

ইউআর

Wordbridge School
Link copied!