• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘এটা কোনো গান হলো?’


বিনোদন ডেস্ক নভেম্বর ২৫, ২০২৪, ০১:৫৯ পিএম
‘এটা কোনো গান হলো?’

ঢাকা : ‘পুষ্পা ২’-এর আইটেম গান নিয়ে ব্যাপক আগ্রহ ছিল ভক্তদের মাঝে। গত রাতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সেই গান ‘কিসসিক’। রবিবার রাতে টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কিসসিক’ গানটির লিরিক্যাল ভিডিও। যেখানে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক।

মুক্তির পর মোটাদাগে গানটি ভক্তদের মন ভরাতে পারেনি। তারা বলছেন, গানটি প্রথম সিনেমার আইটেম গানের ধারেকাছেও যেতে পারেনি। কেউ কেউ আবার সামান্থার সঙ্গে শ্রীলীলার তুলনা টেনে বলেছেন, তরুণ এই অভিনেত্রী প্রত্যাশা মেটাতে পারেননি।

ইউটিউবে গানটির নিচে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘এটা কোনো গান হলো?’ ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জনের মুখে একটা সংলাপ শোনা গেছে, ‘পুষ্পা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে।’ সেই সংলাপ ধার করে এক দর্শক লিখেছেন, ‘প্রথম সিনেমার গানটি ছিল ইন্টারন্যাশনাল, এটা ন্যাশনাল।’

সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ প্রথম কিস্তির তারকা থাকবেন এ ছবিতে। জানা গেছে, প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রেক্ষাগৃহে কতটা ব্যবসা করতে পারে, সেটাই এখন দেখার।

এমটিআই

Wordbridge School
Link copied!