• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘কাট’ বলার পরেও চুম্বনে মত্ত সহ-অভিনেতা


বিনোদন ডেস্ক নভেম্বর ২৮, ২০২৪, ০২:৩৯ পিএম
‘কাট’ বলার পরেও চুম্বনে মত্ত সহ-অভিনেতা

ঢাকা : ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ–অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সায়নী গুপ্ত। রেডিও নাশাকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রীর অভিযোগ, পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা। এই আচরনকে অভিনেতাদের অপেশাদার আচরণ হিসেবে দেখছেন তিনি।

গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ় ‘ফোর মোর শটস’-এর শুটিং চলছে সেই সময়ে। সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয়। ৭০ জন পুরুষের সামনে। কিন্তু সেখানেই ওই পোশাকে তুলে ধরতে হবে তার আবেদন। শুটিং মোটেও সহজ ছিল না। সায়নী বলেছেন, ‘আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, ‘এক জন যদি গায়ের কাপড় নিয়ে আসত’!’

তিনি আরও বলেন, ‘এমন বহু বার হয়ে থাকে, অভিনেতার নিরাপত্তাকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। এটাই বোধ হয় সবার শেষে মাথায় আসে। শুধু ঘনিষ্ঠ দৃশ্যের কথাই বলছি না।” কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন বলে জানান সায়নী। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলার পরেও সেই সব অভিনেতা নাকি থামেন না।’

সায়নী বলেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয়, কারণ খুব নিয়মমাফিক হয় এর শুটিং। কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে। আমার সঙ্গেই এমন হয়েছে। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলা হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও সেই সহ- অভিনেতা থামেননি। খুব সূক্ষ্ণ ভাবে এই অসভ্য ব্যবহার করা যায়।’

এমটিআই

Wordbridge School
Link copied!