ঢাকা : ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই কনসার্ট শুরু হয়। কনসার্টটি রাত ১১টা পর্যন্ত চলবে।
জীবন্ত কিংবদন্তী শিল্পী খুরশীদ আলমের কণ্ঠে ‘পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ সুফলা সুফলা’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। এরপর গান করেন নাসির খান।
বেলা ২টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন তিনি। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপর গান করেন শিল্পী মৌসুমী। তার পরেই গান শোনান আলম আরা মিনু।
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘সোনা দানা দামি গহনা’ গান গেয়ে তিনি মাইক্রোফোন তুলে দেন মনির খানে হাতে। ‘চিঠি’ ও ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে দর্শক মাতান মানির খান।
এরপর ‘তোমায় দেখলে মনে হয়’ ও ‘সাগরিকা’ গান গেয়ে দর্শক মাতার কনকচাঁপা। পরে বাউল গান দিয়ে মঞ্চ মাতান ইলিজা পুতুল, গোলাপি, আলিয়া বেগম ও চিশতি বাউল। বিকেল ৫টায় পর পর গান করেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও কনা।
আয়োজকরা জানান, এবারের বিজয় দিবসকে সর্বজনীনভাবে উদযাপন করার লক্ষ্যে এই কনসার্টের পরিকল্পনা। কনসার্টটি রাত ১১টা পর্যন্ত চলবে।
কনসার্টে এককভাবে গাওয়ার কথা রয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, কণা, ইমরান, ও জেফারের। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে।
‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।
এমটিআই
-20260128092011.png)






































