• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খোলামেলা ভিডিওতে উত্তাপ ছড়ালেন এনা সাহা


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ১১:৩৬ এএম
খোলামেলা ভিডিওতে উত্তাপ ছড়ালেন এনা সাহা

ঢাকা: অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার বোল্ড অবতারের ছবি চোখে পড়বে।

সেই ছবি ও ভিডিও রীতিমতো পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে নেটিজনেরাও বিভিন্ন মন্তব্যে মেতেছেন।

এনা যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে লাল রঙের আন্ডারগার্মেন্টসে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন যার অর্ধেক বোতামই খোলা। এনার আবেদনময়ী সেই লুক দেখে চোখ ফেরানো মুশকিল ভক্তদের। 

কেউ লিখেছেন, শীতেও খোলামেলা পোষাক থেকে বিরত থাকছেন না এনা। কারো মন্তব্য, অভিনেত্রীর কি শীত লাগছে না? কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকেরও সমালোচনায় মেতেছেন।

বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি এনা। কখনও বিকিনি আবার কখনও খোলামেলা পোশাকে ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোলও হতে হয়েছে নায়িকাকে। যদিও সেসবে পাত্তা দেন না অভিনেত্রী।  

দর্শকমহলে এনার অভিনয়ও বেশ প্রশংসিত। অভিনেত্রীর পাশাপাশি এনা খুব অল্প বয়সেই প্রযোজকের আসনে বসেছেন। তার প্রযোজিত দুটি ছবি ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা। 

এছাড়াও ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। 
 

ইউআর

Wordbridge School
Link copied!