• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেমে পড়েছেন মিমি?


বিনোদন ডেস্ক: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:৪৭ পিএম
প্রেমে পড়েছেন মিমি?

ঢাকা: প্রেম প্রসঙ্গে বরাবরই চুপচাপ ওপার বাংলার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। একটা সময় তার প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে, গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে ‘সিঙ্গেল’ বলে এসেছেন। কিন্তু এবার নায়িকা ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্র।

এমনিতেই বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান, সেখানকার ছবি নিজের সামাজিক মাধ্যমের পাতায় ভাগ করে নেন নায়িকা। এবার মিমি গিয়েছিলেন এক সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। তিনি যে এই ছুটি খুব উপভোগ করছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও নানা ভঙ্গিতেও পোজ দেন, ছবি তোলেন।

কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? যদিও ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ন। আর তা নিয়ে নানান প্রশ্ন আটতে থাকে নেটিজেনদের মনে।

সেই পোস্টটি নজর কাড়ে তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্রের। সেখানে তিনি এমন মন্তব্য করেন যেন মিমি কোনো নতুন মানুষের পাল্লায় পড়েছেন! পার্ণো মন্তব্য ঘরে লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

তবে এও শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ছেন; সম্ভবত তার সঙ্গেই ছুটি কাটাতে গেছেন নায়িকা। কে সেই ব্যক্তি, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। টালিউডের অন্দরে গুঞ্জন, যেই হোক, মিমির ভালোবাসার সেই মানুষটি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন।

আইএ

Wordbridge School
Link copied!