• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

কমেডিয়ান কপিল শর্মাকে খুনের হুমকি


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৩, ২০২৫, ১১:৫৯ এএম
কমেডিয়ান কপিল শর্মাকে খুনের হুমকি

ঢাকা: একের পর এক খুনের হুমকি, হামলার ঘটনায় অস্থির বলিউড পাড়া। সালমানকে একাধিকবার খুনের হুমকি, সাইফের ওপর হামলার ঘটনার পর এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা, কমেডিয়ান কপিল শর্মা। কিছুদিন আগে একইভাবে খুনের হুমকি দেওয়া হয়েছিল অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং অভিনেতা-গায়ক সুগন্ধা মিশ্রকেও।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই ঘটনায় ইতোমধ্যেই মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ।

কী আছে কপিলকে পাঠানো ইমেইলে?

হুমকি ইমেইলে লেখা হয়েছে, “আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনো পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।” ইমেলটি প্রেরক “বিষ্ণু”।

এর আগে ২০২৪-এর ১৪ ডিসেম্বর, -রাজপাল যাদবেক কাছে বিষ্ণো নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ইমেইল, [email protected] নামে ইমেইল আইডি থেকেই পাঠানো হয়েছিল। ইমেইলের উত্তর ৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছিল। নয়তো ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনায় রাজপাল যাদবের স্ত্রী রাধা সঙ্গে সঙ্গেই আম্বোলি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, কারণ, তার শোটি সালমান খান স্পনসর করেছেন। এই ঘটনাতেও মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেওয়া হবে। আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইপি থেকে ইমেইল পাঠানো হয়েছিল সেটা পাকিস্তানের। এবিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
 

ইউআর

Wordbridge School
Link copied!