ঢাকা: ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই আলোচনা-সমালোচনা আর শিরোনামের এক অংশীদার। অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময়ই আছে। এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি।
গতকাল ঠিক এমনই লাভ ইমোজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরীমনি— ‘আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ❤️আসছি❤️’।
এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ। যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।
অভিনেত্রীর এই স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন— নতুন করে প্রেমে পড়েছেন পরী। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। আরেক নেটিজেন লিখেছেন— এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল।
উল্লেখ্য, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এ দুই তারকা। গত মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে।
ইউআর







































