ঢাকা: জেমস ক্যামেরুনের পরিচালনায় ‘অ্যাভাটার’ হলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। এ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত মুক্তি পাওয়া দুটি সিনেমাই আয়ের দিক থেকে বিশ্বরেকর্ড করেছে। এবার আসছে এর তৃতীয় কিস্তি। চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি।
তবে আসন্ন এ সিনেমার শো টাইম পূর্বের সিনেমার থেকে দীর্ঘ হতে চলেছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ১৬২ মিনিট দীর্ঘ ছিল। তার সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৯২ মিনিট দীর্ঘ ছিল। তবে তৃতীয় কিস্তি আরেকটু বড় হতে যাচ্ছে বলেই জানিয়েছেন ক্যামেরন।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘তৃতীয় কিস্তির সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ তখন আমার মাথায় প্রচুর আইডিয়া জমা হয়েছিল। তবে সিনেমাটি একটা সময় বুলেট ট্রেনের মতো দ্রুত গতিতে এগোচ্ছিল এবং আমরা চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে বিশ্লেষণ করতে পারছিলাম না। তাই আমি আমার সহকর্মীদের বলি, বন্ধুরা, আমাদের সিনেমার চরিত্রগুলোকে আলাদা করে ফুটিয়ে তুলতে হবে।
যার ফলস্বরূপ, তৃতীয় কিস্তির সিনেমাটির শো টাইম দ্বিতীয়টির চেয়ে একটু দীর্ঘ হবে।’
সিনেমাটির বিষয়ে নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি পূর্বের সিনেমায়।
জেমস ক্যামেরুন পরিচালিত আসন্ন এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।
ইউআর







































