ঢাকা: অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিনেতাকে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান প্যারামেডিক টিম। কিন্তু তারা অভিনেতাকে বাঁচাতে পারেননি।
রোববার (১ জুন) রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তার প্রতিবেশীর সঙ্গে প্রচন্ড তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরই প্রতিপক্ষের একজন অভিনেতাকে গুলি করে হত্যা করেন। টেক্সাসের স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাত প্রতিবেশী গাড়ি করে যাওয়ার সময়ে জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৯৯৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ক্যারিয়ারে একগুচ্ছ সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে— ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’, ‘ট্রু গ্রিট’। মিউজিশিয়ান হিসেবেও তার খ্যাতি রয়েছে।
ইউআর