• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

আজ দেশের ১৩২টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’


বিনোদন ডেস্ক জুন ৭, ২০২৫, ১০:৪১ এএম
আজ দেশের ১৩২টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

সংগৃহীত ছবি

ঢাকা: আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রথম সপ্তাহেই সর্বাধিক হলজুড়ে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রযোজনা সংস্থার প্রকাশিত হল তালিকা অনুযায়ী, প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে মোট ১৩২টি সিনেমা হলে ‘তাণ্ডব’ প্রদর্শিত হবে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখাতেই থাকছে ছবিটির প্রদর্শনী। এই হিসেবে এটি সমসাময়িক বাংলা সিনেমাগুলোর মধ্যে অন্যতম বৃহৎ মুক্তি।

সিনেমার টিজার ও আইটেম গান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হল তালিকা প্রকাশ করে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। একইদিনে সামাজিক মাধ্যমে শাকিব খান লেখেন, “বছরের সর্ববৃহৎ রিলিজ। প্রথম সপ্তাহের হল লিস্টগুলো দেখে নিন।”

এর আগে, বৃহস্পতিবার সিনেমা মুক্তি উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ ‘তাণ্ডব’ টিমের অন্যান্য কলাকুশলীরা।

সিনেমা সম্পর্কে শাকিব খান বলেন, “আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে, কী চমৎকার সিনেমা! তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।”

‘বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে’‘বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে’
রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা ও জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈম প্রমুখ।

ছবিটির সহ–প্রযোজক হিসেবে আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, আর সহযোগিতায় রয়েছে দীপ্ত। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ বাংলা সিনেমার বাজারে বড়সড় আলোড়ন তুলবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এসআই

Wordbridge School
Link copied!