• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান


বিনোদন প্রতিবেদক জুন ১১, ২০২৫, ০২:৪৭ পিএম
হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান

ঢাকা: টানটান উত্তেজনা আর ভরপুর অ্যাকশনের ‘তাণ্ডব’ ঝড় চলছে প্রেক্ষাগৃহে। একই সময়ে দেশের মানুষ ভাসছে ফুটবল জোয়ারে। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করা শাকিব খান সেই ম্যাচ দেখতে ভোলেননি। হারের পর হামজাদের সাহসও জুগিয়েছেন।

ঢাকাই সিনেমার পোস্টারবয় হামজাদের ম্যাচের একটি কার্ড পোস্ট করেছেন। ভেরিফায়েড ফেসবুকে শাকিব বলেছেন, ‘মাত্র শুরু হলো। বিশ্বাস রাখো, সামনেই আসছে ভালো দিন।’ বাংলাদেশ গতকাল ২-১ ব্যবধানে হেরে যায়। সুযোগ মিস আর কয়েকটি ভুল সিদ্ধান্তে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে সিঙ্গাপুর পায় জয়।

‘আমরা এক গোলে হেরেছি। কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দিপনা নিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা।’

তবে এমন হারেও ভালো কিছু খুঁজছেন শাকিব। ফেসবুকে বাংলাদেশ ও ফুটবলের ইমোজি জুড়ে দিয়ে তাণ্ডবের নায়ক লিখেছেন, ‘আমরা এক গোলে হেরেছি। কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দিপনা নিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ।’

হামজাদের সাহস জুগিয়েছেন শাকিব, ‘এটা শেষ নয়—শুরু হলো মাত্র। বিশ্বাস রাখুন। সামনেই উজ্জ্বল দিন।’ শাকিবের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। 

ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

ইউআর
 

Wordbridge School
Link copied!