• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অভিনেতা সমু চৌধুরীর গামছা পরা ছবি নিয়ে যা জানা গেল


বিনোদন ডেস্ক: জুন ১২, ২০২৫, ০৯:০৭ পিএম
অভিনেতা সমু চৌধুরীর গামছা পরা ছবি নিয়ে যা জানা গেল

ময়মনসিংহ: ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীকে। স্থানীয় এক বাসিন্দা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়।

এরপরই পাগলা থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে ওই মাজারে গিয়ে সমু চৌধুরীর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম। 

তিনি বলেন, ‘গতকাল বিকেলে সমু চৌধুরী মিসকিন শাহ’র মাজারে এসেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।’  

আল মামুন হৃদয় সাংবাদিকদের বলেন, ‘আমি মাজারে গিয়ে দেখি গামছা পড়া অবস্থায় নাট্যকার সমু চৌধুরী গাব গাছের নিচে একটি পাঠিতে শুয়ে আছেন। আমি ভেবেছিলাম উনি মানসিক ভারস্যাম্যহীন হয়ে এখানে আছেন।’

তিনি আরও বলেন, ‘তাই তার পরিবারকে খোঁজ দেওয়ার উদ্দেশ্যে তার কয়েকটি ছবি পোস্ট করেছি। কারণ উনি একজন গুণি মানুষ। উনাকে বহুবার নাটক-সিনেমায় দেখিছি। কিন্তু এখন উনি ছবির বিষয়টি জানতে পেরে রাগ করেছেন। তবে আমি উনার একজন ভক্ত।’  

এদিকে অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন সাংবাদিকদের বলেন, একটি গাড়িতে করে অভিনয়শিল্পী সংঘের ৫-৬ জনকে বিকেলেই আমরা পাঠিয়েছি। হয়তো তারা ময়মনসিংহের কাছাকাছি পর্যন্ত চলে এসেছেন।

আইএ

Wordbridge School
Link copied!