• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমিরের সিনেমায় মোদির উক্তি রাখাসহ একাধিক বাধ্যবাধকতা


বিনোদন ডেস্ক জুন ১৮, ২০২৫, ০৬:০৬ পিএম
আমিরের সিনেমায় মোদির উক্তি রাখাসহ একাধিক বাধ্যবাধকতা

ঢাকা: শীঘ্রই মুক্তি পাচ্ছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘সিতারে জমিন পার’। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, সিনেমাতে বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে।

বোর্ডের নির্দেশ ছিল, সিনেমার শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উক্তি যোগ করতে হবে। বিধিসম্মত সতর্কীকরণেরও আগে মোদীর এই উক্তিটি রাখতে হবে। এখানেই শেষ নয়। কিছু দৃশ্যে ‘কমল’ (পদ্ম) শব্দের ব্যবহার ছিল। বোর্ডের নির্দেশ, সেই শব্দ সরিয়ে দিতে হবে। এই শব্দের ব্যবহার থাকলে তা রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’ হয়ে পড়তে পারে।

সিনেমাটিতে একটি জায়গায় এক নারী ব্যবসায়ীকে ‘বিজনেস-উইম্যান’ বলা হয়েছে। লিঙ্গসাম্য বজায় রাখার জন্য সেই জায়গায় ‘বিজনেস-পার্সন’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের নামের বদলে ‘লাভবার্ডস’ শব্দের ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

ভারতীয় গণমাধ্যম জানায়, বোর্ডের এই দাবিগুলি নিয়ে আমির খুব একটা খুশি নন। এই মর্মে তিনি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে মঙ্গলবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।  ‘সিতারে জমিন পার’ ২ ঘণ্টা ৩৮ মিনিটের একটি সিনেমা বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে আমিরের। তারকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই সিনেমার পরে দীর্ঘদিন বিরতিতে ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাই ‘সিতারে জমিন পার’ নিয়ে তার অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

ইউআর

Wordbridge School
Link copied!