• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান, থাকবেন দুই নায়িকাও!


বিনোদন প্রতিবেদক জুন ২১, ২০২৫, ১১:৫৬ এএম
হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান, থাকবেন দুই নায়িকাও!

ঢাকা: হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই মেগাস্টার শাকিব খান, এমনটা শোনা গিয়েছিল আগেই। সামাজিক মাধ্যমেও ভেসে বেরিয়েছে এমন খবর। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

হলিউডে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে আসিফের হাতে। সেই নির্মাতাই এবার মুখ খুললেন তার আসন্ন সিনেমা ও শাকিব খান প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ। আর সেখানেই অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে।

শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও-এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশী ও আরেকজন হলিউডের। এছাড়াও খলনায়কও থাকবেন হলিউডের এক পরিচিত মুখ।  

জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু। গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি। সব ঠিক থাকলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান-আসিক আকবরের প্রথম এই হলিউড সিনেমাটি।

এর আগে  ‘অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন আসিফ আকবর। এছাড়াও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’অবলম্বনে এমআর–নাইনসহ জনপ্রিয় অনেক সিনেমাও নির্মাণ হয়েছে তার হাতে। এবার দেশের এই সুপারস্টারকে নিয়ে কতটা খেল দেখাতে পারবেন নির্মাতা, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

ইউআর

Wordbridge School
Link copied!