• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মৌসুমীসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ হলো


বিনোদন প্রতিবেদক জুন ২২, ২০২৫, ০৪:৫৮ পিএম
মৌসুমীসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ হলো

ঢাকা: সময়মতো কর পরিশোধ না করায় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। যেখানে নাম রয়েছে বিনোদন জগতের একাধিক তারকার।

তালিকার প্রথমেই রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজের নাম। এছাড়াও রয়েছে নতুন প্রজন্মের সাড়া জাগানো অভিনেত্রী অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং সাবিলা নূরের নামও।

রাজস্ব কর্মকর্তা জানান, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারকারা। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। অন্যদিকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাকি তারকারা।

ইউআর

Wordbridge School
Link copied!