• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রাক্তন স্বামীর জন্য কারিশমার কান্নায় তসলিমার ক্ষোভ


বিনোদন ডেস্ক: জুন ২২, ২০২৫, ০৭:১২ পিএম
প্রাক্তন স্বামীর জন্য কারিশমার কান্নায় তসলিমার ক্ষোভ

ঢাকা: কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুর পর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানে কারিশমার চোখে পানি দেখেছেন ভক্তরা। যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘কারিশমা কাপুর কেঁদে বুক ভাসালেন সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর। সঞ্জয় কাপুরের অন্তেষ্টিক্রিয়ায় সাদা পোশাক পরে গেলেন, সেখানেও কাঁদলেন। আগ বাড়িয়ে সৎকারের সব কিছু করলেন। যে লোকটা তাকে পেটাতো, অপমান করতো, অ্যাবিউজ করতো, তার জন্য এত কষ্ট কেন?’

তসলিমা আরও দাবি করেন, সঞ্জয় কাপুর নাকি কারিশমার সঙ্গে বিয়ের পরও তার প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। কারিশমা একবার জানিয়েছিলেন, হানিমুনের দিনই নাকি তাকে ‘নিলামে’ তুলেছিলেন সঞ্জয়, এবং এক বন্ধু তাকে ‘কিনে’ নিয়েছিল।

এই প্রসঙ্গে লেখিকার প্রশ্ন, ‘কার জন্য এত কান্না? এমন একজন নারীবিদ্বেষীর জন্য? সমাজ কেন মেয়েদের এমন আত্মমর্যাদাহীন হতে শেখায়? কেন একজন অ্যাবিউজারকে ভালোবাসা, কাঁদা, ত্যাগ স্বীকার করাকে মহৎ বলে মনে করা হয়?’

তসলিমার মতে, ‘আত্মমর্যাদাবোধসম্পন্ন মেয়েরাই সত্যিকার অর্থে ভালো মেয়ে। আর যারা নারী নির্যাতনের শিকার হয়েও সেই নির্যাতকের জন্য ভালোবাসা বয়ে বেড়ায়, তারা পুরুষতান্ত্রিক সমাজে বাহবা পেলেও, সচেতন সমাজে তাদের জায়গা থাকা উচিত নয়।’

লেখিকার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ তসলিমার সমর্থনে মুখ খুলেছেন, কেউ আবার কারিশমার ব্যক্তিগত অনুভূতির প্রতি সহানুভূতির পক্ষে।

সবশেষ নারীদের উদ্দেশ্য করে তসলিমা বলেছেন — ‘নারীরা যেন মানবিক হোক, উদার হোক, কিন্তু যেন নারীনির্যাতকদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বর্ষিত না হয়।’

আইএ

Wordbridge School
Link copied!