• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাইরেসি নিয়ে কড়া বার্তা দিলেন শাকিব খান


বিনোদন প্রতিবেদক জুন ২৪, ২০২৫, ১২:৪৮ পিএম
পাইরেসি নিয়ে কড়া বার্তা দিলেন শাকিব খান

ঢাকা: এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছিল সবচেয়ে আলোচনায়। সেই আলোচনা আরও তীব্র হয় যখন সিনেমাটি পাইরেসির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে কড়া বার্তা দিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান। তিনি জানান, দেশের সিনেমা ধ্বংস করে দিতেই একটি কুচক্রী মহল বারবার এ ধরনের ক্ষতি করে যাচ্ছে।

শাকিব খান বলেন, “বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই কাজ হয়েছে, তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। 

তিনি আরও বলেন, ‘এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’গত রোববার সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এসব কথা বলেন শাকিব। ‘তাণ্ডব’ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
 

ইউআর

Wordbridge School
Link copied!