• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জো মারিনেল্লি


বিনোদন ডেস্ক জুন ২৫, ২০২৫, ১১:৫২ এএম
প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জো মারিনেল্লি

ঢাকা: ফের শোকের ছায়া হলিউডে। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি আর নেই। গত রবিবার (২২ জুন) ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু এবং সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি।

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে ম্যাকক্লসকি লেখেন, “আমি জানতাম জো অসুস্থ ছিল। তবে তার অদম্য মনোবল দেখে আমি সবসময় মুগ্ধ হয়েছি। এই লড়াই ছিল কঠিন, অসম্ভবের কাছাকাছি। কিন্তু জো ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা, একজন চ্যাম্পিয়ন।”

তিনি আরও বলেন, “জো শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ—একজন শিক্ষক, দার্শনিক বন্ধু এবং গল্পকার। যার মধ্যে হাস্যরস আর গভীরতা একসঙ্গে বাস করত। তার পরিবারের মধ্যে যেমন সংগীতপ্রেম রয়েছে, তেমনি শিল্পচর্চার ঐতিহ্যও রয়েছে। প্রিয় বন্ধুকে হারিয়ে আমি ভীষণ ব্যথিত।”

জো মারিনেল্লি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে, যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে। অভিনয়ে হাতেখড়ি হয় তরুণ বয়সেই। উচ্চশিক্ষা গ্রহণ করেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। তাঁর অভিনয়জীবনের শুরুটা হয় নাট্যচর্চার মধ্য দিয়ে, কিন্তু খুব দ্রুতই জায়গা করে নেন টেলিভিশনে।

তার উল্লেখযোগ্য প্রথম কাজগুলোর মধ্যে রয়েছে ‘এল.এ ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’, যা তাঁকে টিভি ইন্ডাস্ট্রির চেনা মুখে পরিণত করে। পরে ‘সান্তা বারবারা’ সিরিজে বান্নি তাগলিয়াত্তি, ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ, এবং সাম্প্রতিক সময়ে ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।

জো মারিনেল্লির অভিনয়শৈলী ছিল বহুমাত্রিক। তিনি কখনো ছিলেন সিরিয়াস ড্রামার মুখ, আবার কখনো কমেডির ছন্দে হাসিয়েছেন দর্শককে। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’, এবং ‘দ্য অফার’-এর মতো বহুল আলোচিত টিভি সিরিজেও কাজ করেছেন তিনি। চরিত্রের গভীরতা ও আত্মনিবেদনের জন্য তিনি ছিলেন সহ-অভিনেতাদের কাছেও প্রেরণার উৎস।

ইউআর

Wordbridge School
Link copied!