• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কনা-গহীনের বিবাহ বিচ্ছেদ, পেছনে পরকীয়ার গুঞ্জন 


বিনোদন ডেস্ক: জুন ২৬, ২০২৫, ০৬:৫৭ পিএম
কনা-গহীনের বিবাহ বিচ্ছেদ, পেছনে পরকীয়ার গুঞ্জন 

ঢাকা: হঠাৎই সংসার ভাঙার খবর শোনালেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। 

দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে। তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়। 

এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন। 

যদিও এ বিষয়ে কনা বা সেই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’ বলেই মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন।

এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, কনার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসারটি টিকিয়ে রাখতে। এমনকি কনা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরেও এক ফেসবুক স্ট্যাটাসে গহীন জানান, তারা এখনও আলাদা হননি। 

যদিও কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি।

এর আগে বিচ্ছেদের খবর জানিয়ে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

এই শিল্পী আরও লেখেন, 'আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।' 

আইএ

Wordbridge School
Link copied!