ঢাকা: মাত্র ৪২ বছর বয়সে থেমে গেল ‘কাঁটালাগা’দিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া বলিউড মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবনের পথচলা। শুক্রবার (২৭ জুন) দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
বিষয়টি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অসুস্থতা বোধ করায় তাৎক্ষণিকভাবে তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়।তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান। বর্তমানে কুপার হাসপাতালে রাখা হয়েছে তার মরদেহ, যেখানে চলছে ময়না তদন্তের প্রস্তুতি।
টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী ও কয়েকজন বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও হৃদ্ররোগ বিশেষজ্ঞরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি প্রাণ হারান।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। শিক্ষাজীবনে গুজরাটের সরদার বল্লভ ভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি সম্পন্ন করেন।
২০০২সালে ‘কাঁটালাগা’ নামের একটি জনপ্রিয় ইন্ডিপপ গানের রিমিক ভিডিওতে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন শেফালি। সাহসী পোশাক ও নাচের স্টাইল তাঁকে এনে দেয় রাতারাতি পরিচিতি। সেই থেকে বলিউডে তিনি ‘কাঁটালাগাগার্ল’ নামেই পরিচিত হন। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায়ও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা।
তবে গ্ল্যামার দুনিয়ায় নিয়মিত দেখা যেত না তাঁকে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে কাজ বেছে নিতে হতো। পরে চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার ফিরেছিলেন সাধারণ জীবনে।
শেফালির ব্যক্তিগত জীবনও ছিল নানা ওঠা নামায় ভরা। প্রথম বিয়ে করেছিলেন ২০০২ সালে, যা বেশি দিন স্থায়ী হয়নি। ২০০৯ সালে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ ঘটান। এরপর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি ঘটে ২০১৪ সালের বৈবাহিক সম্পর্কে। তাঁরা একসঙ্গে অংশ নিয়েছিলেন রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এও।
শুধু অভিনয় নয়, শেফালি সোচ্চার ছিলেন মানসিক স্বাস্থ্য, নারী অধিকার এবং সমাজ সচেতনতা নিয়েও। তাঁর খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল অত্যন্ত আলোচিত। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বলিউডের সহকর্মীরা ও অসংখ্য অনুরাগী। অনেকেই তাঁকে মনে রাখছেন এক সাহসী, উজ্জ্বল এবং অনুপ্রেরণাদায়ী নারীর প্রতিচ্ছবি হিসেবে।
তবে এখনো শেফালির মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বিস্তারিত।
আইএ







































