• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমাদের জীবনের সবটা অভিনয় নয় : রিয়ামনি


বিনোদন প্রতিবেদক জুন ৩০, ২০২৫, ০৫:৫৯ পিএম
আমাদের জীবনের সবটা অভিনয় নয় : রিয়ামনি

ঢাকা: বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপরই হিরো আলমের কাছে ছুটে যান তার স্ত্রী রিয়ামনি। এরপর থেকেই হিরো আলমের সঙ্গে থাকছেন রিয়ামনি।

তিনি সোমবার ফেসবুকে লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে ঠকাইয়েন না! তাকে ভালো একটা জীবন উপহার দিন। আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়। 

তিনি বলেন, দেখেন মানুষের মন মানসিকতা সব সময় এক থাকে না। আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের ব্যাক্তিগত কোনো বিষয় থাকতে পারে না? একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। এই সময় মানুষ কিভাবে এসব বলে জানি না। তবে আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়।

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তাঁর অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি বাবাকে দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ২০১৭ সালে প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে (হিরো আলম) বগুড়ায় মামলা করেন। ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায়। ২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় সংসার ভেঙে যায়। এরপর রিয়া মনির (হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকা) সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁরা বিয়ে করেন।

ইউআর

Wordbridge School
Link copied!