• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভুয়া সংবাদ প্রকাশে চটেছেন মিষ্টি জান্নাত


বিনোদন প্রতিবেদক জুলাই ১, ২০২৫, ১২:২৮ পিএম
ভুয়া সংবাদ প্রকাশে চটেছেন মিষ্টি জান্নাত

ঢাকা: বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা ভুয়া সংবাদ প্রকাশের জেরে বেশ চটেছেন।

সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা আছে, ‘খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত।’ আর এমন বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশেই ক্ষেপেছেন এই নায়িকা।

মিষ্টি জান্নাত জানান, বেশ কয়েকদিন ধরেই দেখেছি কয়েকটি পেইজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। সবশেষ একটি পেইজে দেখলাম, আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি। এমন মিথ্যা সংবাদের পর থেকে আমাকে সবাই কল দিচ্ছে। নানাভাবে বিব্রত হচ্ছি আমি। যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন অনেকেই ছবি ও ভিডিও করছিল। আর সেই ভিডিও দিয়েই বাজে ক্যাপশন দিয়ে মনগড়া কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে পোস্টে কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।

ইউআর

Wordbridge School
Link copied!