• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের মেয়ের ঠোঁটে চুমু নিয়ে মুখ খুললেন মহেশ ভাট


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:০০ পিএম
নিজের মেয়ের ঠোঁটে চুমু নিয়ে মুখ খুললেন মহেশ ভাট

ছবি: সংগৃহীত

সময়টা নব্বইয়ের দশক। একটি বিনোদনের ম্যাগাজিনের প্রচ্ছদ ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল বলিউডে। নিন্দুকরা বলেছিল, নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন বাবা! কিন্তু তোলপাড় উঠলেও মহেশ ভাট ও পূজা ভাটের এই চুমু নিয়ে চুপ ছিলেন মেয়ে-বাবা দুজনেই। তবে এবার বহু বছর পর মেয়ের ঠোঁটে চুমু নিয়ে মুখ খুললেন মহেশ ভাট।

বলিউডে বরাবরই ঠোঁটকাটা, বোল্ড নায়িকা হিসেবে জনপ্রিয় পূজা ভাট। শুধু সিনেমার পর্দায় নয়, তার বোল্ড লুক নানা সময় ফুটে উঠেছিল ম্যাগাজিন, পোস্টারেও। অন্যদিকে পূজার বাবা পরিচালক মহেশ ভাটও নানা বোল্ড বিষয়ে ছবি তৈরি করে জনপ্রিয়। শুধু তা-ই নয়, মহেশের জীবনে তিন তিনজন নারী এবং এক ডজন প্রেম গুঞ্জন।

বিয়ে করেছেন দুটি। কিরণ ভাট ও সোনি রাজদান। নিন্দুকরা বলেন, মহেশের জীবনও ছিল রঙিন। কিন্তু তাই বলে মেয়ের ঠোঁটে চুমু খেয়ে ফটোশুট!

এক সাক্ষাৎকারে তবে স্পষ্ট করে নয়, বরং দর্শন দিয়ে বোঝালেন, মেয়েকে চুমু খাওয়ার বিষয়টা অনেকটা দাবানলের মতো। যে দাবানলে চন্দনের মতো গাছেও আগুন ধরে যায়। লোকে আগুন দেখছে, কিন্তু আমি চন্দনের গন্ধটাই পাচ্ছি।
 
মহেশ বলেন, ‘আমার আর পূজার চুমু নিয়ে যখন বিতর্ক ওঠে, তখন আমি বলেছিলাম, পূজা আমার মেয়ে না হলে বিয়ে করতাম। এত বছর পরেও সেই মন্তব্যই রয়েছে আমার।

আসলে পূজা অনেকটাই আমার মতো। ওর চিন্তা-ভাবনা এতটা সময়ের থেকে এগিয়ে যে, যা ধরা সহজ নয়। ওর এ রকম চিন্তাধারাকে সম্মান জানানোর জন্যই চুমু খেয়েছিলাম। আর ওর মতো উর্বর মস্তিষ্কের নারীই তো সঠিক জীবনসঙ্গী হতে পারে।’


 

Wordbridge School
Link copied!