• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ ভক্তরা


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০৪ এএম
অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ ভক্তরা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রায়ই ভিন্নধর্মী লুকে হাজির হয়ে দর্শকদের চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হলো না। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক সোনালি সাজে ধরা দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়—সোনালি নকশা করা শাড়ি, মানানসই গহনা, গলায় নেকলেস, কানে দুল, হাতে চুড়ি এবং ফুলে সাজানো খোঁপা—সব মিলিয়ে নিখুঁত এক রাজসিক উপস্থিতি। ফটোশুটের অংশ হিসেবে এই সাজে ধরা দিলেও প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তার স্বকীয় স্টাইল ও আত্মবিশ্বাস।

ছবির চেয়েও বেশি আগ্রহ কাড়ে অপুর দেওয়া ক্যাপশনটি। তিনি লেখেন, “এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।”

রহস্যময় এই বাক্য ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি করেছে।

নতুন লুক প্রকাশের পর থেকেই নেটিজেনরা প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন অপুকে। এক ভক্ত লিখেছেন, “নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস এখন ট্রেন্ডসেটার ও স্টাইল আইকন।” বিভিন্ন ফটোশুট ও মডেলিংয়ে অংশ নিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

এদিকে দুই বছর পর চলচ্চিত্রেও ফিরছেন অপু বিশ্বাস। রোম্যান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার নতুন সিনেমা ‘সিক্রেট’-এ তাকে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি মাসের শেষ দিকে।

এম

Wordbridge School
Link copied!