• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত চিরসবুজ নায়িকা পূর্ণিমা


বিনোদন প্রতিবেদক জুলাই ১১, ২০২৫, ০৫:৪২ পিএম
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত চিরসবুজ নায়িকা পূর্ণিমা

ঢাকা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিনে ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন এই রুপালি তারকা। শুক্রবার (১১ জুলাই) ৪৪তম জন্মদিন পালন করলেন তিনি। বয়স বাড়লেও তার প্রতি ভক্তদের ভালোবাসা যেন প্রতিদিনই নতুন রূপে ফিরে আসে।

মাত্র ১৬ বছর বয়সে পূর্ণিমা বড় পর্দায় পা রাখেন ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘মনের মাঝে তুই’-এর মতো একের পর এক আলোচিত ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন। তার অভিনয়ে ছিল আবেগের পরিপূর্ণতা, সৌন্দর্য ও সাবলীলতা, যা তাকে করে তুলেছে অনন্য।

পূর্ণিমা বর্তমানে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং মাঝে মাঝে সিনেমায়ও অভিনয় করছেন। তার হাসি, ব্যক্তিত্ব এবং সৌন্দর্য আজও দর্শকদের মনে প্রশান্তি এনে দেয়।

বাংলাদেশের রূপালি পর্দায় পূর্ণিমা শুধু একজন অভিনেত্রীর নাম নয়, বরং এক প্রজন্মের স্মৃতি, আবেগ ও ভালোবাসার নাম।
 

ইউআর

Wordbridge School
Link copied!