• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারা-আয়ুষ্মানের শুটিংয়ে স্থানীয়দের হামলায় গ্রেপ্তার ১


বিনোদন ডেস্ক আগস্ট ৩১, ২০২৫, ০৩:৫৩ পিএম
সারা-আয়ুষ্মানের শুটিংয়ে স্থানীয়দের হামলায় গ্রেপ্তার ১

ঢাকা: যোগীরাজ্যে শুটিং করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছিলেন সারা আলী খান এবং আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমার কলাকুশলী। 

বলিউড মাধ্যম সূত্রে খবর, শুটিং চলাকালীন সিনেমার লাইন প্রোডিউসার সৌরভ তিওয়ারি এবং বিআর চোপরা ফিল্মস-এর প্রোডাকশন কর্তা জোহেব সোলাপুরওয়ালার ওপর হামলা চালায় স্থানীয়রা। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন শুটিং টিমের ওই দুই সদস্য। সে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘পতি পত্নী অউর ওহ’ ছবির সিক্যুয়েলের শুটিং চলছিল প্রয়াগরাজের থর্নহিল রোডে। আর সেই সিনেমার সেটেই কিনা ধুন্ধুমার পরিস্থিতি। সেট থেকে বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল অনভিপ্রেত ঘটনার ঝলক। কখনও সারা আলী খানের সঙ্গে আয়ুষ্মান খুরানার বাকবিতণ্ডা! আবার কখনও বা স্থানীয়দের হাতে কলাকুশলীদের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে বর্তমানে চর্চার শিরোনামে সারা-আয়ুষ্মানের নতুন ছবি। 

খবর, সিনেমার দুই লাইন প্রোডিউসারকে মারধর করার অভিযোগে এক স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এলাহাবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার অভিজিৎ কুমার জানিয়েছেন, শুট চলাকালীন প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালাকে কয়েকজন স্থানীয় আক্রমণ করে। এরপর সিভিল লাইনস থানায় এফআইআর দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্তের নাম মিরাজ আলি। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা। আচমকাই কাজের মাঝে পরিচালক এবং বেশ কজন কলাকুশলীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। এরপর শুরু হয় হাতাহাতি। কেউ কলার ধরে চড়-থাপ্পড় শুরু করেন, আবার কেউ বা চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে গাড়ি থেকে নামিয়ে এক কলাকুশলীকে মারধর শুরু করেন। পাশ থেকে কজন সেই ঝামেলা থামানোর চেষ্টা করছিলেন বটে, তবে তাতে লাভ কিছুই হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি মুক্তি পেয়েছিল। যে সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেন দুই নায়িকা অনন্যা পাণ্ডে এবং ভূমি পেড়নেকর। এবার সেই সিনেমার সিক্যুয়ালেই আয়ুষ্মান খুরানা এবং সারা আলী খানোর সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে।

ইউআর

Wordbridge School
Link copied!