• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বাঘি ৪’, ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:০৭ পিএম
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বাঘি ৪’, ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার

ঢাকা: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টাইগার শ্রফের নতুন ছবি ‘বাঘি ৪’। মুক্তির প্রথম সপ্তাহান্তে ৩০ কোটির বেশি আয় করলেও ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। এর মধ্যেই নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন এই অভিনেতা।

রিয়েল এস্টেট নথি অনুযায়ী, মুম্বাইয়ের খার এলাকার প্রিমিয়াম প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় থাকা ওই ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে ১৫.৬ কোটি টাকা। প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্টে রয়েছে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা। 

ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৯৩.৬০ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা।

টাইগার ২০১৮ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন ১১.৬২ কোটিতে। বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার এলাকা মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও দামি লোকেশন। বিমানবন্দর, হাইওয়ে ও ব্যবসায়িক এলাকার কাছে হওয়ায় এখানকার সম্পত্তির চাহিদা সবসময় বেশি।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ বক্স অফিসে দারুণ সাফল্য আনে। ‘বাঘি ২’ সেই সাফল্যকে আরও এগিয়ে নেয়। তবে করোনা ধাক্কায় ভরাডুবি হয় ‘বাঘি ৩’-এর। তাই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলারেই আলোচনায় আসে টাইগারের রক্তাক্ত লুক। ছবিতে নজর কাড়েন সঞ্জয় দত্তও।

দক্ষিণী পরিচালক এ. হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই ছবির মাধ্যমে। প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিটি একই দিনে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামে।

সব মিলিয়ে ‘বাঘি ৪’ হতাশ করলেও থেমে নেই টাইগারের ক্যারিয়ার। হাতে আছে আরও দুটি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’

ইউআর

Wordbridge School
Link copied!