• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কপালে চিন্তার ভাজ আর বিমর্ষ ছবির সঙ্গে বাপ্পারাজ লিখলেন ‘বিদায়’


বিনোদন ডেস্ক অক্টোবর ১৩, ২০২৫, ০৯:৪১ এএম
কপালে চিন্তার ভাজ আর বিমর্ষ ছবির সঙ্গে বাপ্পারাজ লিখলেন ‘বিদায়’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ হঠাৎ করে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দিয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত ৮টায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে মাত্র একটি শব্দ লেখেন—‘বিদায়।’

ছবিটিতে বাপ্পারাজকে দেখা গেছে কালো চশমা পরে, কপালে গভীর চিন্তার রেখা নিয়ে দূরে তাকিয়ে থাকতে। কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল এই এক শব্দের ক্যাপশন ব্যবহার করায় নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা।

পোস্টটি প্রকাশের পরপরই তার মন্তব্য ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ঢল নামে। অনেকেই উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন—তিনি কি চলচ্চিত্র বা সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছেন, নাকি এটি ব্যক্তিগত জীবনের কোনো সংকেত?

একজন ভক্ত লিখেছেন, আপনার কী হয়েছে, রাজ ভাই? এমন ‘বিদায়’ বলে কাকে চিন্তায় ফেলে দিলেন?

আশরাফ জয় নামের একজন লিখেছেন, ‘ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের 'ট্রাজেডি কিং" এবং নায়জরাজের বড় ছেলে।
সো 'বিদায়' ক্যাপশন লেখা যতোটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা, ঠিক ততোটাই কঠিন।’

আরেকজন লেখেন, আপনি তো আমাদের চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’। তাই এই বিদায় আমাদের জন্য সহজ না!

তবে কারও প্রশ্ন বা মন্তব্যের জবাব দেননি বাপ্পারাজ। তার এই নিরবতা আরও বেশি জল্পনা বাড়িয়েছে।

১৯৮৬ সালে বাবার (নায়করাজ রাজ্জাক) পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় বাপ্পারাজের। পরবর্তীতে ‘ব্যর্থ প্রেমিক’ ও আত্মত্যাগী চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে—‘গরিবের ওস্তাদ’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ প্রভৃতি। বাপ্পারাজ অভিনীত চরিত্রগুলোতেও যেমন বিষাদ ছিল, তার সাম্প্রতিক পোস্টটিও যেন সেই একই সুরে বাজছে।

এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, অনেকেই মনে করছেন হয়তো তিনি শিগগিরই বড় কোনো ঘোষণা দিতে পারেন—হোক তা চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় বন্ধের ইঙ্গিত। তবে আনুষ্ঠানিক কিছু না বলা পর্যন্ত এসব থেকে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।

ভক্তদের একটাই প্রত্যাশা—এই ‘বিদায়’ যেন কেবল একটি ক্যাপশন হয়, জীবনের কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়।

এম

Wordbridge School
Link copied!