• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দূরত্ব আজ কোনো বাধা নয়: অপু বিশ্বাস 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৮:০০ পিএম
দূরত্ব আজ কোনো বাধা নয়: অপু বিশ্বাস 

ছবি: অপু বিশ্বাসের পেজ থেকে

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল ১১ অক্টোবর। এ উপলক্ষে বনানীর একটি স্টুডিওতে আয়োজন করা হয় আনন্দঘন উদযাপন। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর ছিল অনুষ্ঠানস্থল। এতে দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা অংশ নেন।

তবে এবারের জন্মদিনটি ছিল অপু বিশ্বাসের জন্য অন্য রকম। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তে ভক্তরা সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপন করেছেন তার জন্মদিন। প্রিয় ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অপু বিশ্বাস জানান, জন্মদিনে সশরীরে না এসেও ভক্ত ও সাংবাদিকরা যে উষ্ণতা দেখিয়েছেন, তা তার জীবনের অনন্য অভিজ্ঞতা। দেশের নানা প্রান্ত থেকে কেক কেটে সেই আনন্দের মুহূর্তগুলো অনলাইনে ভাগাভাগি করেছেন সবাই।

অপু বিশ্বাস লিখেছেন, দূরত্ব আজ কোনো বাধা নয়। এই ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর। তাদের পাঠানো ছবি ও শুভেচ্ছা বার্তাগুলোকে তিনি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে দেখছেন।

তিনি বলেন, ভক্তদের এই আন্তরিকতাই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তি। জন্মদিনে পাওয়া এই ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী।

Wordbridge School
Link copied!